মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৪৯ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৭৩) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সকালে সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রামে রাস্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল আহসান এর নেতৃত্বে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক কে রাষ্ট্রীয় সম্মানে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, আব্দুল জব্বার মাল, সিরাজুল ইসলাম, আব্দুল খালেক, ডিএসএকে এর নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বেশ কিছুদিন অসুস্থ্য জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে চার ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওনার মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী, সাবেক এমপি ছবি বিশ্বাস, বাংলাদেশ আ‘লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি), সাবেক চেয়ারম্যান ঝুমা তালুকদার, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাহিত্য সংগঠন পথ পাঠাগার সহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com