কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।
শিক্ষার্থী রিফাত হোসেন (১১) উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের আবু কালাম ও মনোয়ার খাতুন দম্পতির সন্তান । গাজীপুর একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত সে । শুক্রবার দুপুরের দিকে বাড়ির সামনের রাস্তায় পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে গিয়ে ডুবে মারা যায়।
মৃত রিফাতের চাচা আলা উদ্দীন কথা বলে জানা গেছে, রিফাত সহ তার পরিবারের সাথে গাজীপুরে থাকতো । গত ২০ দিন আগে বাবা- মায়ের সাথে বাড়িতে আসে। ঈদের আনন্দে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে বাড়ি থেকে বের হয় রিফাত। পরে তারা বাড়ির সামনে পালপাড়া- হরিপুর গ্রামীণ পাকা সড়কে যায়। তখন ডুবে যাওয়া সড়কে পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে যায় রিফাত। সাতার না জানায় রিফাত পানি থেকে উঠে আসতে পারেনি। পরে তার সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরুবী বলেন, হাসপাতালে আনার আগে ওই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন , আইনী প্রক্রিয়া শেষে মৃত রিফাতের লাশ ওইদিন বিকালে স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply