সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বাড়ছে, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৭৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো বেড়েছে নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী সোমেশ্বরী নদীর পানি। মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকেই বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার বিজয়পুর জিরো পয়েন্ট দিয়ে ঢলের পানি নামতে শুরু করে। দুপুর পেরিয়ে যেতেই নদীর দুই পাড় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।

মুলত ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পারে বলে জানান তারা।

নিম্নাঞ্চলের মানুষ বলছেন, আমাদের মাঝে কোন ঈদের আমেজ নাই। যেভাবে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভবনা রয়েছে। তাই আতঙ্কে রয়েছি আমরা।

এদিকে নদীতে পানি বাড়ায় দুর্গাপুর-শিবগঞ্জ, বিরিশিরি-শিবগঞ্জ, চৈতাটি-গাঁওকান্দিয়া ঘাটে নদীতে স্রোত থাকায় নৌকা নিয়ে দুইপারে পারাপারে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিলচালিত নৌকা দিয়ে পার হচ্ছেন।

নিম্নাঞ্চল ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমেশ্বরী নদীর ধরনটাই এই রকম, হঠাৎ করে পানি বেড়ে যায়। তবে বর্তমানে নদীতে যেভাবে পানি বাড়ছে এর ফলে তাঁদের নিচু এলাকায় পানি ঢুকে বন্যার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে দুর্গাপুর সদর ইউনিয়নের বেশকিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে সব্জি খেত তলিয়ে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদসীমার ৫.০৭ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ২.০৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, সোমেশ্বরী নদীতে পানি বাড়া নিয়ে আমরা পর্যবেক্ষনে করছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগও অব্যাহত আছে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com