দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২৮জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে তিন লাখ ছিয়াত্তর হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। রবিবার দুপুরে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি বিতরন করা হয়।
ডিএসকে নেত্রকোনা-১ অঞ্চলের আয়োজনে উপজেলায় ২০২৪ সালের পিএসসি উত্তীর্ণদের আট হাজার, জেএসসি উত্তীর্ণদের দশ হাজার, এসএসসি উত্তীর্ণদের বার হাজার এবং এইচএসসি উত্তীর্ণদের চব্বিশ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান এর সভাপতিত্বে আঞ্চলিক ব্যাবস্থাপক নজরুল ইসলাম এর সঞ্চালনায়, চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ডিএসকের নির্বাহী পরিচালক ডাঃ দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, ডিএসকের যুগ্ম-পরিচালক সুমন হাওলাদার, সাংবাদিক ধ্রুব সরকার প্রমুখ।
Leave a Reply