কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ:সভাপতি মানু মজুমদার (৭২) এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত ৮টায় কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাঁচগাও তার নিজ বাড়িতে এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আনা হলে একে একে ফুলেল শ্রদ্ধা জানান, স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, নূর খান মিঠু, সাধারণ সম্পাদক শামছুর রহমান খান লিটন, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল, নেত্রকোনা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, দুর্গাপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, দুর্গাপুর সার্কেল আক্কাছ আলী, ওসি মুহাম্মদ লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ^াস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আওয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত সরকার সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন।
উল্লেখ্য, মানু মজুমদার গত মঙ্গলবার রাত ২.৩০ মিনিটে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মানু মজুমদারের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। গত এক দশক আগে তিনি কলমাকান্দার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় বাড়ি নির্মান করে সেখানে এবং ঢাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply