দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চত্ত্বরে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুর রঊফ খলিফার সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত প্রশাসনিক কমান্ডর এম রকিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, আব্দুল জব্বার মাল, মো. সিরাজুল হক, আব্দুল হক, স্নিগদেন্ধু বাউল, আব্দুল খালেক, আবুল কালাম, মো. লাল মিয়া, মো. নুরুল ইসলাম প্রমুখ।
ঈদ পরবর্তী সময়ে উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ একত্রিত হতে পেরে সকলেই তাদের অতীতের স্বৃতিচারন করে আনন্দ প্রকাশ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে নানা পরিকল্পনা গ্রহন করেন।
Leave a Reply