বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৯৯ পঠিত

কলমাকান্দা ( নেত্রকোনা)  প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায়  বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে । এ ঘটনায় গত বুধবার রাতে ভুক্তভোগী (১৭) বাদী হয়ে ওই যুবককে  একমাত্র বিবাদী করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়টি বৃহস্পতিবার সকালে  কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দীন সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর  ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় আলামত জব্দ করা হয়। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে (১৩ মে ) সোমবার রাতে উপজেলার চান্দুয়াইল গ্রামের একটি ফিসারির পাড়ে এ ঘটনাটি ঘটে। ওইদিন রাতে  ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা।

এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. শাহিন মিয়া (২০) চান্দুয়াইল গ্রামের মো. হাসমত আলীর ছেলে।

ভুক্তভোগী লিখিত অভিযোগে জানা গেছে  , প্রায় দুই  বছর আগে স্থানীয় এক ধর্ম সভায় মো. শাহিন মিয়া সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। এরপর থেকে  শাহিনের সাথে মোবাইল ফোনে মাঝে মাঝে কথাবার্তা হতো। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মো. শাহিন মিয়া ভুক্তভোগীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় । এতে রাজি হয়নি ভুক্তভোগী। পরে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে  ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেছে মো. শাহিন মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com