বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৬৭ পঠিত
oplus_0


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেস ক্লাবের উদ্যোগে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাদকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ ৫.০০ পাওয়ায় ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, অন্যদের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ আলী, আব্দুল জব্বার মাল, মো. সিরাজুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক শামীম আজাদ, মোহন লাল বিশ্বাস, আবু সাদেক, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এছাড়া সংবর্ধিত শিক্ষার্থী সিফাত আহমেদ তালুকদার, ফারজানা জাহান সুমাইয়া ও নওশিন তাবাসসুম শৈলী। এছাড়া অন্যদের মধ্যে শিক্ষার্থী অভিভাবক ও প্রেসক্লাব সাংবাদিক ডা. কামরুল ইসলাম, সাংবাদিক আনিসুল হক সুমন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ অনুভুতি মুলক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। তোমরা যেমন এসএসসিতে জিপিএ ৫.০০ পেয়েছো ঠিক তেমনি এই ধারা অব্যাহত রাখতে এইসএসসিতেও জিপিএ ৫.০০ পেতে হবে। তোমাদের সাফল্যে আমরাও গর্বিত। তোমাদের জন্য দোয়া ও শুভকামনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com