দিগন্ত ডেক্স : চার ধাপে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এ ছাড়া কমিশনার আহসান হাবিব খান, আনিছুর রহমান, মো. আলমগীর, রাশেদা সুলতানা বৈঠকে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন। এর বাইরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।
Leave a Reply