দিগন্ত ডেক্স : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৭। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টায় সিমেন্ট ক্রসিং এলাকার ওই ফ্ল্যাট বাসা থেকে এসব গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার দুজন হলেন, ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকার বাসিন্দা মৃত জানে আলমের ছেলে মো. সাদেক (৫০) ও ঝালকাটি এলাকার কাঁটালিয়া থানার বড়বানাই এলাকার মশিউর রহমান তালুকদারের ছেলে হালিম তালুকদার (৪২)।
বুধবার (২৭ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করে গ্রেপ্তার দুজনকে উদ্ধারকৃত গাঁজাসহ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
Leave a Reply