দিগন্ত ডেক্স : পবিত্র রমজান মাসে বাগেরহাটের শরণখোলা উপজেলায় মরা গরু জবাই করে প্রকাশ্যে সেই মাংস বিক্রি অপরাধে দুই সহোদর কসাইকে আটক করা হয়েছে।
রোববার (২৪ মার্চ) সকালে স্থানীয়রা মরা গরুর মাংস বিক্রির বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানালে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে দুটি ড্রামে ভর্তি প্রায় এক মরা গরুর ১ মণ মাংস, মাথা, চামড়া ও নাড়িভুড়িসহ দুই সহোদর কসাইকে আটক করেন।
আটক দুজনকে শরণখোলা থানায় সোপর্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা হলেন, শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ডালিম ও আলামীন। অভিযানকালে তাদের অপর ভাই হালিম পালিয়ে যায়।
Leave a Reply