সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৮৭ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারের এক ব্যবসায়ী মনিরুজ্জামান মনি (৫২) কে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে কৃষ্ণেরচর বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত মনিরুজ্জামান ইন্দ্র্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে। তিনি ওই বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, বুধবার বিকেলে ওই এলাকায় চলাচলের রাস্তার ওপর ট্রাক রেখে মেরামত করায় জনসাধারনের চলাচলে অসুবিধা হচ্ছে। এ নিয়ে রাস্তার ওপর কাজ করতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় মনিরুজ্জামান ফেরাতে আসলে প্রতিপক্ষের লোকজনের লোহার রডের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরবর্তিতে তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান আহত মনিরুজ্জামান।

বক্তারা আরো বলেন, এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারিগন দীর্ঘদিন ধরে কৃষ্ণেরচর বাজার এলাকায় মদ, গাঁজা সহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি করে আসছে। তাদের সামনে কেউ কোন কথা বলতে গেলে বিভিন্ন ভাবে নাজেহাল করে তারা। নেশার ছোঁবলে নষ্ট হচ্ছে এলাকার কিশোর সহ নানা পেশার লোকজন। এদের প্রতিহত করতে মাননীয় এমপি মোশতাক আহমেদ রুহী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি সেইসাথে মনিরুজ্জামান কে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শাব্বির আহমেদ তালুকদার, আওয়ামীলীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি মেম্বার আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, রুকন উদ্দিন শাহ, মুহ্তামিম মাও: আবু হানিফ, মাও: রুকন উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com