দিগন্ত ডেক্স : ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো বিপুল মেয়র নির্বাচিত হয়েছেন মো. ইকরামুল টিটু বিপুল।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্যসাবেক মেয়র মো. ইকরামুল হক টিটু দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু হাতি প্রতীক পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।
শনিবার রাত সাড়ে ১০টায় ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আঞ্চলিক নির্বাচন ও রিটানিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে মো. ইকরামুল হক টিটুকে বিজয়ী ঘোষণা করেন।
Leave a Reply