দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) দিনব্যাপি নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভার:) মো. আইনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন, স্থানীয় এমপি আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে আলোচনা করেন, বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, অধ্যক্ষ ফারুক আহমেদ, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভিন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, আ.লীগ নেতা আলী আসগর প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। মান সম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক র্চ্চা অর্জনে মনোনিবেশ করলে একজন শিক্ষার্থী কোন দিনও বিপথগামী হবে না। শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাদানে সকল শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply