মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে, আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৭ পঠিত


দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রাকিব রনি‘র সঞ্চালনায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক (১) অমিত আকঞ্জির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে আলোচনা করেন, বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার , পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, এডভোকেট মানেশ সাহা, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভিন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, আ.লীগ নেতা আলী আসগর, সকল ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংঘঠনের নেতৃকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, সন্ত্রাসীদের কেউ পছন্দ করে না। এরা সমাজের অভিশাপ, সমাজ থেকে এদের নির্মুল করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। এই কাজে প্রশাসন, জনপ্রতিনিধি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহবান জানান এমপি মোশতাক আহমেদ রুহী।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com