মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে কবি রফিক আজাদ এর স্মরণসভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ পঠিত
????????????

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি কালচারাল একাডেমির সাবেক পরিচালক কবি রফিক আজাদকে কথা, কবিতা ও গানে স্মরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় একাডেমি হলরুমে নানা আয়োজনে এ স্মরণসভার আয়োজন করে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি।

এ উপলক্ষে আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও রফিক আজাদের সহধর্মিণী কবি দিলারা হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সেলিনা সিদ্দিকী শুশু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, অভিনয়শিল্পী ও কবি লুৎফুন্নাহার লতা, আবৃত্তিশিল্পী নাজমুন নাহার মিতা, সাবেক মেয়র কামাল পাশা, সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, নারী নেত্রী রাখী দ্রং প্রমুখ।

কবি দিলারা হাফিজ বলেন, কবি রফিক আজাদ বিরিশিরিকে তাঁর কবিতার চারণভূমি মনে করতেন। সোমেশ্বরী নদী, গারো পাহাড়, বিজয়পুরের সাদামাটির মত সহজ সরল নৃ-গোষ্ঠীর মানুষকে তিনি খুব ভালবাসতেন। কবির প্রতি আপনাদের হৃদয় নিংড়ানো ভালবাসা দেখে আমি মুগ্ধ ও চির কৃতজ্ঞ।

আলোচনা শেষে কবিতাপাঠ করেন কবি সাজ্জাদ খান, এনামুল হক পলাশ, জন ক্রসওয়েল খকশি, জীবন চক্রবর্তী, লোকান্ত শাওন, দুনিয়া মামুন, নাজমুল হুদা সারোয়ার, বিদ্যুৎ সরকার, সফিউল আলম স্বপন, সজীম সাইন, রুকুনুজ্জামান রোকন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com