শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, পৌর প্রশাসক তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী উত্তম চন্দ্র দাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাদেকুল ইসলাম, আলম সরকার প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর প্রবর্তিত ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডের গতি সঞ্চারিত হয়েছে। এ কাজ গুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com