দিগন্ত ডেক্স : বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা নামকস্থানে বাসচাপায় সিএনজি যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। তারা হলো, ওই উপজেলার খুকনী জুগিবাড়ী গ্রামের সুধন সূত্রধরের স্ত্রী মিতু বিশ্বাস (৩০) ও তাদের মেয়ে ইচ্ছামনি (৭)। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্প্রতিবার দুপুরের দিকে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস উল্লেখিত সাথে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশু মেয়ে নিহত হয় এবং ওই ৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হওয়ায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
Leave a Reply