কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সজীব ওয়াজেদ জয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৮ জানুয়ারী রবিবার রাতে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ভিপি জনাব,আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী।
এ উপলক্ষে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মোহাম্মদ এমদাদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইসলাম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কেশব কুমার বনিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাজল দে সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply