মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে দপ্তর প্রধানদের সাথে এমপি‘র মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সাথে নেত্রকোনা – ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী এক মতবিনিময় সভা করেছেন। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এমপি রুহী বলেন, দুর্গাপুর উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি সাধারণ মানুষের সেবা দিতে এসেছি। দুর্গাপুরে যারা চাঁদাবাজী ও মাদকের সাথে যারা জড়িত আছেন. এখনো সময় আছে তারা ভালো হয়ে যান। আমি নির্দেশ দেয়ার পরেও যারা এ কাজে জড়িত আছেন তাদের কোন ক্ষমা করা হবেনা। আসুন সবাই মিলে একসাথে কাজ করে এ আসনকে এগিয়ে নেই।

মতবিনিময় সভার পুর্বে ডেওটুকোন ঘাট এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের সহায়তার তালিকা করেন, পরবর্তিতে সাব-রেজিষ্ট্রি অফিসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোন প্রকার ভোগান্তিতে না পড়েন সে দিক লক্ষ রাখতে সকলকে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com