দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিজ ঘর থেকে দুদু মিয়া (৩০) নামে এক চা-দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌর শহরের চর মোক্তারপাড়া এলাকার তাঁর নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত চা-দোকানি দুদু মিয়া ওই এলাকার মৃত দুখু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে দুদু মিয়া তার দোকানে যায়। তখন সে স্বাভাবিক ছিল। বিকেলে তার নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দুদু মিয়ার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply