রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

নেত্রকোনা- ১ আসনের উন্নয়নে নৌকা প্রার্থীর ১২দফা পরিকল্পনা ঘোষনা

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৩২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে স্মার্ট নেত্রকোনা- ১ আসন গড়ে লক্ষে অঙ্গীকার করেছেন ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক এমপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী। বৃহস্পতিবার (৪ জানু:) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার সোমেশ্বী ঘাট এলাকায় নির্বাচনী মঞ্চে শেষ প্রচারণা কালে ১২ দফা এক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন তিনি।

উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে যেকোন কাজ করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এলাকার মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রথম কাজ হবে পুরোনো রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ। তার ১২ দফা উন্নয়ন পরিকল্পনার মধ্যে (১) জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়-বিচার, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। (২) তৃণমূল, ত্যাগী ও প্রবীণদের মূল্যায়ন। (৩) রেল সম্প্রসারণ, সড়ক যোগাযোগসহ আমার গৃহীত অসমাপ্ত বহুমুখী উন্নয়ন কাজ ও প্রকল্পগুলো বাস্তবায়ন এবং দূর্গাপুর-কলমাকান্দা কে পর্যটন হিসেবে গড়ে তোলা। (৪) অসহায় মানুষের চিকিৎসা সহ আয়ের খাত সৃষ্টি। (৫) গরীব শিক্ষার্থীদের সহায়তা। (৬) সৎ, ন্যায় চিন্তা ও সৃষ্টিশীল মানুষগুলোকে উজ্জীবিত করে সমাজ কে টাউটমুক্ত করা। (৭) কৃষক ও শ্রমিক ও মেহনতি মানুষের আয়ের নিরাপত্তা নিশ্চিত করা। (৮) শোষণমুক্ত ব্যবসাবান্ধব পরিস্থিতির বিকাশ করা। (৯) মাদক, ঘুষ-দুর্নীতি, জুয়া ও সন্ত্রাস-হানাহানি মুক্ত করা। (১০) এলাকায় অসাম্প্রদায়িক চেতনার মূল্যবোধ স্থাপন। (১১) জন প্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা, ভরসা ও বিশ্বাস প্রতিষ্ঠা করা ও (১২) সাধারণ মানুষের সুপ্ত ইচ্ছা অনুযায়ী সমাজের অসঙ্গতি গুলো দূর করা।

তিনি আরো বলেন, এলাকার প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহন, খেলা-ধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে আধুনিকতার বিকাশ ঘটানো, এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেওয়ার ব্যবস্থা গ্রহন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে আউট সোর্সিং, আত্মকর্মসংস্থান, ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন পন্থায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি/বেসরকারি উদ্যোগে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে এলাকার যুব সমাজকে কাজে লাগানো হবে।

এসময় অন্যদের মধ্যে, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান (ভার) পারভিন আক্তার, আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আ.লীগ নেতা আলী আসগর, অ্যাডভোকেট মজিবুর রহমান, কামাল পাশা, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হারুন পলাশ সহ আওয়ামী লীগ ও তার অংসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com