সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

আরও কমলো সয়াবিনের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ পঠিত

দিগন্ত ডেক্স : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর আবার হ্রাস পেয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর কমেছে। বার্তা সংস্থায় রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, সম্প্রতি বিশ্বের শীর্ষ উৎপাদনকারী ব্রাজিলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে দেশটিতে তেলবীজটির চাষ তরান্বিত হয়েছে। পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জেগেছে।

সঙ্গত কারণে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে সয়াবিনের আবেদন কমেছে। তেলবীজটির মূল্য হ্রাসের যা অন্যতম কারণ।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১২ ডলার ৭১ সেন্টে। আগের কর্মদিবসে বেঞ্চমার্কটি মূল্য নিম্নগামী হয় ২ শতাংশ। গত ১২ অক্টোবরের যা সর্বনিম্ন।

দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ থেকেও সয়াবিনের সরবরাহ বাড়ার জোরালো সম্ভাবনা জেগেছে। ফলে কৃষিজ পণ্যটির দরপতন ঘটেছে বলে জানান বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্টোনেক্সের বিশ্লেষক আরলান সুদারম্যান।

তিনি বলেন, বিশ্বের আরেক বৃহৎ উৎপাদক আর্জেন্টিনায় অনুকূল আবহাওয়ার বিরাজ করছে। ফলে দেশটিতে সয়াবিন চাষ বেগবান হয়েছে।

স্টোনেক্স বিশেষজ্ঞ আরও বলেন, ল্যাতিন আমেরিকার আরও দুই দেশ প্যারাগুয়ে ও উরুগুয়েতে সয়াবিনের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সবমিলিয়ে সেই অঞ্চল থেকে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়ার প্রবল সম্ভাবনা জেগেছে। ফলে চাপে পড়েছে সয়াবিনের বাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com