শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বই উৎসব পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২১১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে জাতীয় বই উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে বই বিতরণের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

বই বিতরণ পুর্ব আলোচনায় ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, বর্তমান সরকারের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরা। সে লক্ষে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও আনন্দিত। সরকারের এই চ্যালেঞ্জ কে সামনে রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এ সময় অন্যদের মধ্যে অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার শীতেষ পাল, এসএমসি সভাপতি মোহন লাল বিশ^াস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শামছুন্নাহার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com