কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল মিয়া (২৫) নামে মানসিক ভারসাম্যহীন পুঙ্গ এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিববার সকালে নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা বাজারের পশ্চিম পাশের সড়কের পাশ থেকে উজ্জ্বল মিয়ার লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার হরিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুুুলিশের ধারণা শীতের রাতে কোন এক সময় হামাগুড়ি দিয়ে সড়ক পারাপারের সময় গাড়ি চাপায় পড়তে পারেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল মিয়া মানসিক ভারসাম্যহীন ও পুঙ্গ ছিলেন। তার বাবা মজিবুর রহমান কৃষিকাজ করেন। গত ছয় বছর আগে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল তার দুই পা হারান। এরপর থেকে তিনি হামাগুড়ি দিয়ে চলাফেরা করতেন। মানসিক ভারসাম্যহীন থাকায় তিনি নিয়মিত বাড়িতে না গিয়ে সড়কসহ বিভিন্ন রাত্রিযাপন করতেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ধারণা করা হচ্ছে কোন গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। আর এ কারণেই তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে উজ্জ্বল মিয়ার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply