মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘স্বর্গ থেকে এসো হে প্রভু – এসো তুমি সকলের হৃদয় মাঝে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী অধ্যুষিত এলাকা গুলোতে খ্রীষ্ট স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘‘শুভ বড়দিন’’ পালিত হয়েছে। সোমবার সকাল থেকে নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

বড়দিন উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলায় এবার ৭১টি গীর্জায় সমবেত ভাবে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, আলোক প্রজ্জলন, কেক কাটা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়েছে।

বিরিশিরি ব্যাপ্টিষ্ট চার্চ এর পুরোহিত পাষ্টার মাইকেল প্রদীপ বাউল জানান, বড়দিন উপলক্ষে প্রতিটি গীর্জায় সকাল থেকেই দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়া সংসদ সদস্য মানু মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ আ‘লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, নেত্রকোনা-১ আসনের এমপি প্রার্থী  মোশতাক আহমেদ রুহী, জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারঃ) পারভিন আক্তার, উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, দুর্গাপুর প্রেসক্লাব, সাহিত্য সংগঠন জলসিঁড়ি ও পথ পাঠাগার খৃষ্ট ধর্ম্মালম্বীদের বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় ৭১টি গীর্জায় একযোগে এ উৎসব পালিত হচ্ছে। উৎসব পালনের জন্য প্রতিটি গীর্জায় ৫শত কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এ উৎসব সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com