দিগন্ত ডেক্স : বাংলাদেশ ছয় ঋতুর দেশ। বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুমান ভালো থাকলেও শুষ্ক মৌসুমে নানা কারণে তা খারাপ হতে থাকে। তার ওপর বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই। এ ছাড়া অপরিকল্পিত নগরায়নেও বাড়ছে বায়ুদূষণ। সেই কবলে ঢাকা রয়েছে আজ তৃতীয় স্থানে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার অবস্থান তৃতীয়। যার স্কোর ২৪৫। দূষিত শহরের তালিকায় ১১০ এর ঘরে ঢাকা তৃতীয় স্থানে থাকায়; এ শহরের বাতাস বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ রয়েছে।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা, যা স্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আর তালিকার শীর্ষ স্থানে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো রয়েছে, যার স্কোর ৩৭৭।
Leave a Reply