শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১:১০ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯৮ পঠিত
কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ জলবায়ু পরিবর্তন অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত  হয়েছে। সোমবার  (২৭ নভেম্বর)  দুপুরে কলমাকান্দা বারসিক রিসোর্স সেন্টারে আয়োজনে  উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাতলাবন জেবিসি স্কুলে সেমিনার কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক বকুল হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি আলোচক ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  সৌহার্দ দারিং ও বিশেষ অতিথি ছিলেন,  বারসিকের  আঞ্চলিক সমন্বয়কারী  অহিদুর রহমান, সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, ইউপি সদস্য  সুরুজ মিঞা ও গণমাধ্যম কর্মী  শেখ শামীম ।
বারসিক রিসোর্স সেন্টারের সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায়  বক্তব্য রাখেন-  আদিবাসী নেত্রী কুমকুম নকরেক, মহাদেও নদীবরক্ষা কমিটির সভাপতি  লুয়ের নংমিন, বীরমুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, পরিমল রেমা, মার্সেল মানখিন, লক্ষী হাজং, শহিদুল ইসলাম,  বাবুল নাফাক, সারোয়ার হোসেন প্রমূখ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com