সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আবহমান কাল ধরে অগ্রহায়ন মাস এলেই বাঙ্গালী জাতি নবান্ন উৎসবে মেতে ওঠেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নবান্ন উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় পিঠা উৎসব, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অঙ্কন শিক্ষক শঙ্খদ্বীপ দে এর সঞ্চালনায় ‘‘এসো মিলি সবে – নবান্নের উৎসবে’’ এই প্রতিপাদ্যে অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রদান শিক্ষক বাসন্তী রানী সাহা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, শিক্ষক মনিরুল ইসলাম, উস্তাদ লক্ষেন পান্ডে, বকুল ঘোষ প্রমুখ।

অপরদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে আলোচনা সভায় একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় ও একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার, দুর্গাপুর সাংবাদিক সমিতি‘র সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কবি জীবন চক্রবর্তী, দুনিয়া মামুন, হিমু পাঠাগার সভাপতি মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, বাঙ্গালীর নানা ঐতিহ্যের মাধ্যমেই ফুটে উঠে বাংলা সংস্কৃতি। আবহমান কাল থেকেই পালিত হচ্ছে বাঙ্গালী জাতীর প্রানের নবান্ন উৎসব। অগ্রহায়ণের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এ উৎসব। এ উৎসবের ঐতিহ্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান। আলোচনা পর্ব শেষে শিল্পকলা একাডেমির শিল্পিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com