দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের আ‘লীগ দলীয় কার্যালয়ে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায়, উপজেলা আ‘লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র শ. ম. জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এমদাদুল হক খান, সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আলম সরকার প্রমুখ।
Leave a Reply