সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২১২ পঠিত

অহিদুর রহমান নেত্রকোনা থেকে : জলাবায়ু পরিবর্তনে বাড়ছে রোগবালাই। পৃথিবী দিন দিন উত্তপ্ত হচ্ছে। শহরে, গ্রামে কীটপতঙ্গবাহী রোগের পরিমান বেড়ে চলেছে। এক মশার আক্রমনে বর্তমানে শহর ও গ্রামের মানুষ পর্যন্ত মহাবিপদে। প্রতিদিনই ঝড়ছে তাজা প্রাণ। এ যেন এক নতুন দুর্যোগ। ডেঙ্গুর আক্রমনে ভেঙ্গে যাচ্ছে অনেক পরিবারের স্বপ্ন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশহিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের আশেপাশে সচেতনতা বৃদ্ধির জন্য নেত্রকোণা জেলার কাইলাটি ইউনিয়নের আব্বাসিয়া উচ্চবিদ্যালয়ের আয়োজনে ও বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।

এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিদ্যালয় ক্যাম্পাস, বাজার ও আশেপাশের ড্রেন নালায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন বৃক্ষপ্রেমিক মানবিক মানুষ আব্দুল হামিদ কবিরাজ। তিনি শিক্ষার্থীদেরকে নিয়ে এক সচেতনতামুলক আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনায় আব্বাসিয়া উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক জনাব আ: রাশিদ বলেন, ডেঙ্গুসহ নানান মশাবাহি রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এইসব নতুন নতুন রোগ আমাদের দেশের জন্য এক বিরাট হুমকি। প্রতিবছর এই রোগে অনেক মানুষ মারা যায়। জনস্বাস্থ্যের জন্য এ বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা নিজ নিজ এলাকা পরিস্কার করে, মানুষের মাঝে সচেতনতা তৈরী করে মশামাছির রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি”।

বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু রোগ, চিকনগুনিয়া, ম্যালেরিয়া, সর্দিকাশি, করোনাসহ নানা রোগের বিষয়ে আমাদের করনীয় কি তা তুলে ধরে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। আসুন আমরা সবাই মিলে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি মহামারি থেকে মুক্ত থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com