দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপজেলা পরিষদ চেয়াম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এর ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করেছেন। সোমবার দুপুরে ৬৬টি পুজা মন্ডপে প্রতিটিতে ২ হাজার টাকা করে ১লক্ষ ৩২ হাজার টাকা বিতরণ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স, ওসি দুর্গাপুর থানা উত্তম কুমার দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব মজুমদার, ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার সহ ৬৬টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝুমা তালুকদার বলেন, ধর্ম সম্প্রতীর দেশ বাংলাদেশ। ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকারের আমলেই সকল ধর্মের মানুষ একসাথে মিলে মিশে উৎসব পালন করে। আগত পুঁজোয় জাতি ধর্ম নির্বিশেষে আনন্দ ভাগ করে নিয়ে সকলকে মিলেমিশে থাকার আহবান জানান।
Leave a Reply