শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

আন্তর্জাতিক বাজারে দুই বছরের মধ্যে সয়াবিনের দাম নিম্নমুখী

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৬২ পঠিত

দিগন্ত ডেক্স : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম নিম্নমুখী। মঙ্গলবার (১০ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আরেক দফা কমেছে সয়াবিনের দাম। ফলে গত দুই বছরের মধ্যে সয়াবিনের দাম সবচেয়ে কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দামও এখন নিম্নমুখী। মালয়েশিয়ার পাম অয়েলের মূল্য তিন মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। একই সঙ্গে সূর্যমুখী তেলের দামও কমেছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সবচেয়ে সক্রিয় সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম নির্ধারণ হয়েছে ১২ ডলার ৬১ সেন্টে। কর্মদিবসের শুরুতে যা ছিল ১২ ডলার ৫৪ সেন্ট। ২০২১ সালের ডিসেম্বরের পর এই দাম সর্বনিম্ন।

বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক যুক্তরাষ্ট্রে সয়াবিনের মাড়াই বেড়েছে। এ ছাড়া বৃহৎ সরবরাহকারী ব্রাজিলেও বাম্পার ফলন হয়েছে। ফলে রপ্তানি প্রতিযোগিতার মধ্যে পড়েছে দুই দেশ। এ ছাড়া মার্কিন মুদ্রা ডলারের মান বৃদ্ধি পেয়েছে। ফলে সয়াবিনের বাজার চাপে পড়েছে।

ব্রাজিলিয়ান কৃষি পণ্য সংস্থা কোনাব জানিয়েছে, দেশটিতে ২০২৩-২০২৪ মৌসুমে সয়াবিন উৎপাদনের নতুন রেকর্ডের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। ওপেক প্লাসের বৈঠকে সামনে রেখে এমন চিত্র দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে সুদের উচ্চ হারের কারণে তেলের চাহিদা কমতে পারে। একদিকে সুদের উচ্চ হার অন্যদিকে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতেই চাহিদা কমছে তেলের। কারণ দুর্বল মুদ্রা দিয়ে তেল কেনাটা ব্যয়বহুল।

এদিকে আন্তর্জাতিক বাজারে গমের দামও ব্যাপকভাবে কমেছে। শিকাগো গম ফিউচারের দাম কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এর অন্যতম কারণ হলো রাশিয়ার সস্তা গমের ব্যাপক সরবরাহ ও যুক্তরাষ্ট্রে ভালো উৎপাদনের পূর্বাভাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com