কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫৭, নেত্রকোনা -১ (কলমাকান্দা ও দুর্গাপুর ) আসনে নিজ দলের মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছেন – সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রফিকুজ্জামান খোকন ।
মঙ্গলবার (১০ অক্টোবর ) দুপুরে কলমাকান্দা উপজেলার ডাইয়ারকান্দা বাজার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে নিজ দলের হয়ে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কথা প্রকাশ করেন। তবে দল যাকে মনোনয়ন দিবে দলের সিদ্ধান্ত মেনে তার হয়েও কাজ করার কথা জানান তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তাছাড়াও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়মূলক কর্মকান্ডও তুলে ধরেন। উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন ।
এসময় জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply