দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় থানার সামনে থেকে পৌর বাসস্ট্যান্ড পর্যন্ত ৮৫ লক্ষ ৭১ হাজার ৮০৪ টাকা ব্যয়ে ৫৩০মিটার আর সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুছ সালাম।
এ সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, পৌর সচিব তৌহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর নুরুল আকরাম খান, মশিউজ্জামান বাদল, এস এম কামরুল হাসান জনি, বিউটি আক্তার, মানসুরা আক্তার, থানা‘র ওসি উওম চন্দ্র দেব, পৌর প্রকৌশলী উওম কুমার দাস, উপ সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, ওয়ার্ড আ‘লীগ সভাপতি নিজাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেয়র আব্দুস সালাম বলেন, আমার নির্বাচনী ওয়াদা মোতাবেক পৌরবাসীর দাবীর প্রেক্ষিতে সকল উন্নয়ন মুলক কাজ গুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে নানা ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
Leave a Reply