সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ পঠিত
???????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান। ডিএসকে এর সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকারের সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, সায়িদা আক্তার, ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, স্বাস্থ্য কর্মকর্তা রুহল আমিন, ফেরদৌস ওয়াহিদ জীবন প্রমুখ। এতে চিকিৎসা সেবা প্রদান করেন নাক কান গলা বিশেষজ্ঞ ডা. লতিফুল আলম খান। অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত ২০০ রোগী এ সেবা গ্রহন করে এবং তাদেরকে প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়।

বক্তারা বলেন, নাক কান গলা এসব চিকিৎসায় যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আধুনিক সুযোগ-সুবিধা সহ সরাসরি সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতে দুর্গাপুর ইউনিয়নে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com