শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দুর্গাপুর দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতশত নেতাকর্মীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনপুর্ব আলোচনা সভায় ডা. কামরুল ইসলাম এর সঞ্চালনায়, জাতীয় পার্টির উপজেলা অন্যতম নেতা ফেরদৌস আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ১ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম রব্বানী। প্রধান বক্তা হিসেবে আলেচনা করেন, মো. মান্নান খান আরজু। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন খান শান্ত, জেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক হাবিবুল মোস্তফা সবুজ, ফারুক ইয়ার খান কাজল, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা সাইদুল হক স্বপন, আলমগীর হোসেন, দেলুয়ার হোসেন খান, হাবিবুর রহমান, এরশাদুল হক, জাহাঙ্গীর আলম, মো. শামছুল হক, মো. নজরুল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে জাতীয় পার্টি দুর্গাপুর উপজেলার কাউন্সিলর ও তৃনমূল নেতা কর্মীদের উপস্থিতিতে কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে ফেরদৌস আলম খান কে সভাপতি এবং সাইদুল হক স্বপন কে সাধরণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com