শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শান্তিসেবা যুব সংগঠনের আয়োজনে ‘শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন করা হয়েছে হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)।

ঐতিহ্যবাহী দেবথৈল খেলার মাঠে ১মি. নীরবতা পালনের মাধ্যমে খেলার কার্যক্রম শুরু হয়। অত্র খেলায় বাছাইকৃত ১৬টি দল অংশগ্রহন করবে। যুবলীগ নেতা মাহবুব এর সঞ্চালনায় উদ্বোধন পুর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হযরত আলী, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, ইউনিয়ন আ‘লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, শান্তিসেবা যুব সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সভাপতি উমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথি সাদ্দাম আকঞ্জি বলে, ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত সর্বস্তরের মানুষকে নিঃসন্দেহে আনন্দ দেবে, অনুপ্রাণিত করবে। এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি’র কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য: দেবথৈল একাদশ ও ভাইবন্ধু একাদশের মধ্যকার খেলায় ১-০ গোলে ভাইবন্ধু একাদশ বিজয়ী হয়েছে। প্রতিদিনই ধারাবাহিক ভাবে এ খেলা চলমান থাকবে। খেলা পরিচালনা করেন, নগুয়া ভাউরতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল খান রাসেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com