রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

পুলিশ নিহতের সংবাদে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শিক্ষক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ পঠিত

দিগন্ত ডেক্স : ‘ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কা প্রাণ গেল তিন পুলিশের’ এমন একটি মর্মান্তিক ঘটনার সংবাদপত্রের ফেসবুক পেইজে কমেন্ট সেকশনে ‘আলহামদুলিল্লাহ’ বলায় সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি টিম এক মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান,  গ্রেপ্তারকৃতের কমেন্টের উপর বহু লোক এই আলহামদুলিল্লাহ কমেন্ট করতে থাকে। অনলাইন নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ কমেন্ট সর্বত্র ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ অসন্তোষ এবং অস্থিরতা তৈরি হতে থাকে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উপক্রম হয়।

তিনি বলেন, সিআইডির সিপিসির সাইবার ইন্টেলিজেন্স এর একটি টিম তাকে (মো. আব্দুল্লাহ) শনাক্ত করে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ মূলত কওমি এবং হেফাজত ইসলামপন্থী একটি মাদরাসার শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com