দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২টি ভাষায় কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। ৩০ আগস্ট (বুধবার) বিকেলে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে কবিতা পাঠের উদ্বোধন করেন স্বাধীনতার কবি নির্মলেন্দু গুণ। কবি নির্মলেন্দু গুণ তাঁর নিজের লেখা কবিতা “আগস্ট শোকের মাস, কাঁদো” কবিতা স্বকণ্ঠে পাঠ করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্যনির্দেশক, কবি ও আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির চেয়ারম্যান মঞ্চসারথী আতাউর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ। এই সাংস্কৃতিক বৈচিত্র্যই আমাদের দেশকে মহিমান্বিত করেছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা আমাদের অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার কবিতায় বঙ্গবন্ধু শীর্ষক কবিতাপাঠের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট সঞ্জীব দ্রং। শোকের পংক্তিমালায় সাঁওতাল ভাষায় কবিতা পাঠ করেন কবি সুবোধ এম বাস্কে, হাজং ভাষায় দোলন হাজং, মারমা ভাষায় কবি রিপ্রুচাই মারমা, চাকমা ভাষায় আনন্দ জ্যোতি চাকমা, মণিপুরি ভাষায় কবি এ কে শেরাম, ত্রিপুরা ভাষায় কবি বরেন্দ্র লাল ত্রিপুরা, গারো ভাষায় কবি থিওফিল নকরেক ও কবি মিঠুন রাকসাম, নাগরী ভাষায় কবি হরেন্দ্রনাথ সিং, কুড়ুক ভাষায় কবি স্বপন এক্কা, কোচ ভাষায় কবি যুগল কিশোর কোচ, বানাই ভাষায় কবি রিপন বানাই এবং সাদ্রী ভাষায় কবি সনজিৎ কুমার সিংহ কবিতাপাঠ করেন।
Leave a Reply