দিগন্ত ডেক্স : বিশ্বব্যাপি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। একইসঙ্গে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন শাহ আলম কিরণ। তবে ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার।
আমদানির ভিত্তিতে সিনেমাটি দেশে মুক্তির জন্য আজ রবিবার তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
শাহ আলম কিরণ বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে ‘জাওয়ান’ মুক্তির বিষয়ে কথা বলছি।’
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি মন্ত্রণালয়ের মিটিংয়ে ছিলাম। তবে এ বিষয়ে শাহ আলম কিরণ বা কাজী হায়াত এর সঙ্গে কথা বলে নিলে ভালো হয়।’
সিনেমাটি কি একইদিনে মুক্তি পাচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার। কারণ, বাংলাদেশে শুক্রবার ছাড়া ছবি মুক্তির নিয়ম নেই।’
অ্যাটলি কুমার পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। এতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জীতা, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, থালাপাতি বিজয় ও সঞ্জয় দত্তকেও।
Leave a Reply