বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার 

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১১৮ পঠিত
কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজ আলী আমজাদ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ ফুট উত্তর পূর্বে সোনাডুবি হাওরের পানির নীচ থেকে  এ লাশটি উদ্ধার করা হয়। এরআগে বুধবার দুপুরে কলমাকান্দা  উপজেলার এলাকায় ইটবোঝাই একটি নৌকা ডুবে এক জন নিখোঁজ হয়। নিহত আলী আমজাদ কলমাকান্দা সদর ইউনিয়নের নানিয়া গ্রামের মৃত চাঁন খার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার এমপিবি ব্রিকস্ থেকে ১ হাজার ২০০টি ইট নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বিশরপাশার নানিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে  সোনাডুবি হাওরের নাগডড়া নামক এলাকায় গেলে ইট বোঝাই নৌকায় থাকা দুইজনসহ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার মাঝি সেকুল মিয়াকে উদ্ধার করা গেলেও সাথে থাকা আলী আমজাদ নিখোঁজ রয়েছিলেন।
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, গত বুধবার বিকেল থেকে ময়মনসিংহের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ৪ ঘণ্টা অভিযান চালান। পরে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করলে বিকেল পোনে ৩টার দিকে আলী আমজাদের লাশ উদ্ধার করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নিহত আলী আমজাদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com