বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

বাংলাদেশে মুক্তি যাচ্ছে সালমান খানের সিনেমা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২০৭ পঠিত

দিগন্ত ডেক্স : বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠানের পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’। সাফটা চুক্তিতে আমদানি প্রক্রিয়ায় সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। শুক্রবার চলচ্চিত্র সেন্সর বোর্ডের একাধিক সদস্য খবরটি নিশ্চিত করে জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির অনুমতি দেয়া হয়েছে।

বাংলাদেশে সালমান খানের এই সিনেমা আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স। গেল মে মাসে তথ্য মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে আবেদনের পর শুক্রবার সেন্সর বোর্ডের গ্রিন সিগন্যাল মেলে। এনইউ ট্রেডার্স-এর কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু বলেন, আগামী শুক্রবার ঢাকা ও দেশের বিভিন্ন সিনেমা হলে (২৫ আগস্ট) ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে।

এদিকে, বিনিময় রীতি অনুযায়ী বাংলাদেশের ‘কসাই’ ছবিটি ভারতে দুই মাস আগেই গেছে।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ অ্যাকশন কমেডি ধাঁচের সিনেমা। গত ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল। জানা যায়, মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী ১৮২ কোটি টাকা আয় করেছে।

এ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা ও বিজেন্দ্র সিং।

উল্লেখ্য, সিনেমা হল মালিক এবং চলচ্চিত্রের সব সংগঠনের দাবির প্রেক্ষিতে গেল এপ্রিলে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com