দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের প্রাণকেন্দ্র উকিলপাড়া এলাকায় হোসেন মার্কেট এর দোতালায় ডাচবাংলা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ আগষ্ট) দুপুরে উপ-শাখার উদ্বোধন করেন ডাচবাংলা ব্যাংক এর নেত্রকোনা শাখার ম্যানেজার মো. মনসুর রহমান।
এ উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী, সুধীজন, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন পুর্ব আলোচনা সভায় ব্যাংক কর্মকর্তা আলমগীর কবীর এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন দুর্গাপুর উপ-শাখার অফিসার শৈবাল রাংসা, ম্যানেজার মো. শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির, ভবনের স্বত্তাধীকারি আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, প্রমুখ। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা এ সময় জানান, ১৯৯৬ সালের ৩ জুন বাংলাদেশে ডাচ-বাংলা ব্যাংকের যাত্রা শুরু হয়। এরপর থেকে সারা দেশে একের পর এক শাখা প্রতিষ্ঠার মাধ্যমে সুনামের সাথে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।
Leave a Reply