দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উসমান গনি তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আলম সরকার, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ লীগ সভাপতি শফিকুল আলম, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার যুব সমাজকে কাজে লাগানোর জন্য কৃষি পর্যায়ে ব্যপক ভুর্তকি দিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কৃষি বাঁচলে দেশ বাঁচবে বঙ্গবন্ধুর এই প্রতিপাদ্যকে কাজে লাগিয়ে সকলকে কৃষিতে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply