রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

২৪ টাকায় নামলো পেঁয়াজের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৫৪ পঠিত

দিগন্ত ডেক্স : ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এতে করে দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ থেকে ৬ টাকা। পূর্বে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, যখন বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখি তখন কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পেঁয়াজের দাম নিয়ে। ২৪ টাকায় নেমেছে পেঁয়াজের দাম যা এক সপ্তাহ পূর্বেও আমাদের ৩০টাকায় কিনতে হয়েছিল।

অপর ক্রেতা রহিমা খাতুন বলেন, যেহারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সেই সঙ্গে বাড়তি দামের কারণে চাহিদামত কিনতেও পারছিনা। তবে পেঁয়াজের এমন কম দাম কমায় আমাদের মত মানুষদের জন্য সুবিধা হয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পূর্বের তুলনায় পেঁয়াজ আমদানির পরিমান বেড়েছে। যার কারণে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ঈদের ছুটির কারণে ৬দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরুর পর থেকেই বন্দর দিয়ে বাড়তি পেঁয়াজ
আমদানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদের বন্ধের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুর পর থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমানটা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বন্দর দিয়ে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬ কর্মদিবসে ২০৮টি ট্রাকে ৬ হাজার ৩২০টন পেঁয়াজ আমদানি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com