দিগন্ত ডেক্স : দিল্লির লালকেল্লার পর এবার তাজমহলের দেওয়ালে জলোচ্ছ্বাস যমুনা নদীর। ভারতের উত্তরপ্রদেশের আগরা, মথুরার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। পুরো এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের। দুর্ভোগে সেখানকার বাসিন্দারা।
গত সপ্তাহেই লালকেল্লার দেওয়াল ছুঁয়েছিল যমুনা নদীর পানি। সোমবার যমুনার পানি ছুঁয়ে ফেলল তাজমহলের দেওয়াল। গত ৪৫ বছরে এই প্রথম বার তাজমহলের দেওয়াল ছুঁল যমুনার পানি।
শেষ বার ১৯৭৮ সালে নদীর পানি ঢুকেছিল তাজমহল চত্বরে। প্রবল বৃষ্টি এবং যমুনার জলোচ্ছ্বাসে গত কয়েক দিন ধরেই বানভাসি দিল্লির বিভিন্ন এলাকা। যমুনার পানিতে ডুবে গিয়েছিল লালকেল্লার আশপাশ। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটও। এ বার সেই যমুনার পানি ঢুকে পড়ল তাজমহল চত্বরে।
দশেরা ঘাট সংলগ্ন এলাকাও প্লাবিত হয়েছে। ইতিমাদ উদ দৌলার সমাধিস্থলও প্লাবিত। রামবাগ, মেহতাব বাগ, জোহরা বাগ, চিনা কা রৌজার মতো স্মৃতিস্তম্ভও জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ওই স্মৃতিস্তম্ভগুলির কোনও ক্ষতি হয়নি। তাজমহলের বেসমেন্টেও পানি ঢোকেনি এখনো। খবর আনন্দবাজার
Leave a Reply