বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৬৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাইফুল ইসলাম এবং ওই কাজে সহায়তা করার জন্য মো. সোবহান মিয়া ও নুরুল ইসলাম কে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুলাই ) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম এলাকায় সরকারি জায়গা থেকে বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম।

মো. আরিফুল ইসলাম বলেন, সরকারী জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পাওয়ার পর এ অভিযান পরিচালনা করি। ঘটনার সত্যত্য পেয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আাশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com