কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ” একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে ” এ প্রতিপাদ্য আলোকে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ ছাত্র শিবিরের আয়োজনে মসজিদসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ অভিযান কর্মসুচী পালন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বুধবার দিনব্যাপী মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও সাধারণ ছাত্রদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী চারা গাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র শিবির নেত্রকোনা জেলার এইচআরডি ও পাঠাকার বিষয়ক রেজুয়ান খান হৃদয়, কলমাকান্দা উপজেলার সভাপতি হেদায়েতুল্লাহ শেখ ছাবীল ও সেক্রেটারি মুহাম্মদ মোস্তাহাবসহ উপজেলা ও ইউনিয়নের ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ।
এসময় সভাপতি হেদায়েতুল্লাহ শেখ ছাবীল জানান , আমাদের বিশ্ব নবী রাসুল (সাঃ) বলেছেন, ” যদি দেখো কেয়ামত সংগঠিত হচ্ছে তখন যদি তোমার হাতে একটু সময় থাকে তাহলে একটি গাছের চারা তুমি রোপন করে যাও ” ।
জেলার এইচআরডি ও পাঠাকার বিষয়ক রেজুয়ান খান হৃদয় বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য বৃক্ষ রোপণের কোন ধরণের বিকল্প নেই। এসময় ছাত্রদেরকে ছাত্রশিবিরের পতাকাতলে আসার জন্য উদার্ত আহ্বান জানান তিনি ।
Leave a Reply