কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় আমদানি নিষিদ্ধ ভারতীয়মদ ১৮ বোতলসহ এক তরুণকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে আটককৃতকে নেত্রকোনা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সোমবার দিনগত রাতে উপজেলার রহিমপুর বাজারে রনি নামক বাস কাউন্টারের সামনে সড়কে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ১৮ বোতলসহ একজনকে আটক করা হয়। আটককৃত তরুণ , নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পাবই গ্রামের মো. নুর ইসলামের ছেলে মো. আয়তুল ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে মাদক বহন করে নিয়ে যাচ্ছে থানার উপ–সহকারী পরিদর্শক (এএসআই) মো. মনিরুল ইসলামের এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম এর নেতৃত্বে উপ–পরিদর্শক (এসআই) সায়েদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশের দল নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বাজার এলাকায় রনি নামক বাস কাউন্টারের সামনে সড়কে তল্লাশি চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়।
এবিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) সত্যতা নিশ্চিত করে বলেন , আটককৃতের নামে মামলা দায়ের পর আজ মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে ।
Leave a Reply